একটি সাংস্কৃতিক সংগঠন
শান্তনু পাল। পেশা শিক্ষকতা। প্রশিক্ষক আবৃত্তি ও শ্রুতিনাটক। দীর্ঘদিন জুড়ে আবৃত্তি ও শ্রুতিনাটকের প্রশিক্ষণ দিয়ে আসছেন। গড়ে তুলেছেন তাঁর স্বপ্ন সংগঠন পর্ণশ্রী 'রূপকল্প'। বেহালা,কলকাতা। এখন তাঁদের চর্চা গোটাটাই অনলাইনে।l
রূপকল্প-এর সদস্য শিল্পী ও আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীদের নিয়ে ধারাবাহিক ভাবে নতুন নতুন প্রযোজনার সফল মঞ্চায়ন।
ছোটদের জন্য আছে শিশু কিশোর বিভাগ। বর্তমানে তারাও চমৎকার কাজ করছে।